Site icon Jamuna Television

খুবি শিক্ষককে মারধরের মামলায় শিক্ষার্থী গ্রেফতার

খুলনা ব্যুরো:

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের মামলায় মোবারক হোসেন নোমান নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে দশটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোবারক হোসেন নোমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

জানা গেছে, মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ রোগীকে দেখতে যান মোবারক হোসেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে তাকে গ্রেফতার করে।

গত ২ মে আম পাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থী নোমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক ও সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে মারধর করে বলে অভিযোগ ওঠে। ওইদিন রাতেই নোমানের শাস্তির দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে ৩ মে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় নোমানের ছাত্রত্ব ও সনদ সাময়িক স্থগিত করা হয়।

এছাড়া, এ ঘটনায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো ইমদাদুল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়। পাশাপাশি ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই মামলায় মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।

/আরএইচ

Exit mobile version