Site icon Jamuna Television

ভেঙে ফেলা ৩ অটোরিকশা মালিককে ক্ষতিপূরণ দেয়া হবে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলা ৩ অটোরিকশার মালিককে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহম্মদ এজাজ। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, আজকে যে তিনজনের রিকশা ভাঙা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। মেইন রোডে না আসার জন্য তিনটি রিকশা ভাঙা হয়েছিল। আমরা পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যাবস্থা করার জন্য উদ্যোগ নিচ্ছি।

এর আগে এদিন ধানমন্ডি-২৭ মোড় থেকে শুরু করে আসাদ গেট পর্যন্ত অটোরিকশা উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় শতাধিক অবৈধ অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়।

এসময় বেশ কয়েকটি অটোরিকশা ভেঙে ডাম্পিংয়ে পাঠানো হয়। যা ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা। সবশেষ আসলো ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা।

/এমএইচ

Exit mobile version