Site icon Jamuna Television

বাংলাদেশে চালু হলো পেপালের ‘জুম’ সার্ভিস

ইন্টারনেট ভিত্তিক বৃহত্তম পেমেন্ট কোম্পানি পেপাল ক্রস বর্ডার পেমেন্ট সার্ভিস ‘জুম’ চালু হলো বাংলাদেশে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে এই সেবা উদ্বোধন করেন, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

হুন্ডি ও দুর্নীতি বন্ধ করতেই পেপালের যাত্রা বলে মন্তব্য করেন তিনি। জানান, দেশে এবছরই ফোরজি সেবা চালু হবে। অনুষ্ঠানে, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ফ্রিল্যান্সিং-এ বিশ্বের দ্বিতীয় শীর্ষ অব্স্থানে রয়েছে বাংলাদেশ। ফ্রিল্যান্সারদের পেপাল সার্ভিসের মাধ্যমে বিদেশ থেকে অর্থ আনার দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পেপালের জুম সার্ভিসের মাধ্যমে ফ্রিল্যান্সার ও প্রবাসীরা অর্থ পাঠাতে পারবেন।

Exit mobile version