Site icon Jamuna Television

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের

সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) সৌদি আরব সফরে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।

ট্রাম্প জানান, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিরিয়া। ট্রাম্পের ঘোষণার পর উল্লাস শুরু হয় দেশটিতে।

অপরদিকে, চলমান সৌদি সফরে ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার মধ্যে বৈঠকের ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউজ।

এর আগে, বাশার আল আসাদের আমলে সিরিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হন তিনি।

/এএইচএম

Exit mobile version