Site icon Jamuna Television

আবারও হুতির ছোঁড়া মিসাইলে আতঙ্কে ইসরায়েলি বাসিন্দারা

প্রতীকী ছবি।

আবারও হুতির ছোঁড়া মিসাইলে আতঙ্ক ছড়ালো ইসরায়েলে। মঙ্গলবার (১৪ মে) এ হামলা চালানো হয়। ইসরায়েলি গণমাধ্যমগুলোতে উঠে এসেছে এ তথ্য।

এ সময় জেরুজালেম ও তেলআবিবে শোনা যায় সতর্কতা সাইরেন। পাশাপাশি সাইরেনের শব্দ শোনা যায় পশ্চিম তীরের কয়েকটি এলাকাতেও।

এ সময় সড়ক, শপিংমল ও রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা যায়। তবে সামরিক বাহিনীর দাবি, সফলভাবে ভূপাতিত করা হয়েছে ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র। এখন পর্যন্ত এ হামলায় ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গাজায় আগ্রাসনের জবাবে নিয়মিত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে সশস্ত্র গোষ্ঠী হুতি। তবে বসে নেই ইসরায়েল। সম্প্রতি পাল্টা জবাবে ইয়েমেনে ব্যাপক আগ্রাসন চালায় তেলআবিব।

/এএইচএম

Exit mobile version