Site icon Jamuna Television

এপ্রিলে আইসিসির মাসসেরা ক্রিকেটার মিরাজ

এপ্রিল ২০২৫-এর আইসিসি ‘মেনস প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এর আগে বাংলাদেশ থেকে এই সম্মাননা অর্জন করেছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

এপ্রিল মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন মিরাজ। হয়েছেন দ্বিতীয় টেস্টের সেরা খেলোয়াড়। সিরিজসেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে।

সিলেটে প্রথম টেস্টে দল হারলেও দুই ইনিংসে ১০ উইকেট (৫/৫২ এবং ৫/৫০) শিকার করেন মিরাজ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ে তো মূল অবদান তারই। ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরির পর বল হাতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ধসিয়ে দিয়েছিলেন মিরাজ। দুই টেস্ট মিলিয়ে ব্যাট হাতে মিরাজের সংগ্রহ ১১৬ রান, গড় ৩৮.৬৬। বল হাতে ১৫ উইকেট, গড় মাত্র ১১.৮৬!

মাসসেরা হতে ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীদের ভোটে উঠে এলেন শীর্ষে।

/এমএইচ

Exit mobile version