Site icon Jamuna Television

সামরিক বাহিনীর মহড়া পরিদর্শনে কিম

সামরিক বাহিনীর মহড়া পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা কেসিএনএ।

মহড়ায় অংশ নেয় উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স। বাহিনীর আর্টিলারি ও আর্মার্ড ডিভিশনের বিভিন্ন যুদ্ধকৌশল পর্যবেক্ষণ করেন কিম জং উন। ট্যাংক থেকে গোলাবর্ষণসহ যুদ্ধ প্রশিক্ষণের বিভিন্ন বিষয় তার সামনে তুলে ধরে সেনাবাহিনী।

এসময় বিশেষ অভিযান সম্পর্কে সেনাদের সাথে আলাপ-আলোচনাও করেন কিম জং উন। আলোচনায় কিম বলেন, যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় সঠিক ও পূর্ণাঙ্গ প্রস্তুতির কোনো বিকল্প নেই।

/এএম

Exit mobile version