Site icon Jamuna Television

কানে পুরস্কার নিতে গিয়ে ট্রাম্পকে ‘বৈশ্বিক হুমকি’ বললেন রবার্ট ডি নিরো

কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই যেন ঝড় বয়ে গেল। কানের পর্দা উঠতেই বিতর্ক উসকে দিলেন হলিউড অভিনেতা বর্বাট ডি নিরো। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৈশ্বিক হুমকি বলে আখ্যায়িত করেছেন।

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে (১৩ মে) সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হয় অস্কারজয়ী রবার্ট ডি নিরোকে। পুরস্কার গ্রহণ করে ট্রাম্পের কড়া সমালোচনা করেন ৮১ বছর বয়সী অভিনেতা। ডোনাল্ড ট্রাম্পকে ‘শিল্পবিরোধী প্রেসিডেন্ট’ আখ্যা দিয়ে ‘শিল্পের শত্রু’ বলে অভিযোগ তোলেন তিনি।

যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর থেকেই সিদ্ধান্তটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সেই আঁচ লাগলো কানের মঞ্চেও।

এদিন নিরোর হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। অভিনেতার গালে চুম্বন করে দীর্ঘ অথচ আবেগঘন বক্তব্য দেন ডি নিরো।

তিনি বলেন, ‘আমার দেশে এখন গণতন্ত্রের জন্য মরিয়া লড়াই চলছে। যেটা একসময় আমরা স্বাভাবিক বলে ধরে নিয়েছিলাম, তা এখন হুমকির মুখে। এই লড়াই আমাদের সবার। কারণ, শিল্প তৎপরতাই হচ্ছে গণতান্ত্রিক।’

তিনি আরও বলেন, ‘শিল্প একতাবদ্ধ করে, সত্য অনুসন্ধান করে, বৈচিত্র্যকে আলিঙ্গন করে। এ কারণেই স্বৈরাচারীরা শিল্পকে ভয় পায়, আমাদের ভয় পায়।’

তার এই কথায় তখন গ্র্যান্ড লুমিয়ের থিয়েটারের ভেতর করতালির শব্দে ফেটে পড়ে।

/এটিএম

Exit mobile version