Site icon Jamuna Television

পিএসএলে লাহোরের হয়ে খেলবেন সাকিব

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে খেলবেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এখনও সাকিবকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পিএসএলের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের পর এক পর্যায়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় দু’দেশের শীর্ষ প্রিমিয়ার লিগ— আইপিএল ও পিএসএল। বিকল্প ভেন্যু নিয়ে আলোচনাও হয়, তাতেও কাজ হয়নি। তবে হঠাৎই সুখবর পান ক্রিকেট ভক্তরা। আবারও মাঠে গড়াবে এই দুই লিগ।

তবে, নিরাপত্তা শঙ্কায় এই আসরে বেশ কয়েকজন বিদেশিকে আর পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের জায়গায় নতুন করে খেলোয়াড় দলে ভেড়াচ্ছে তারা।  সেই ধারাবাহিকতায় পিএসএলের এবারের আসরের বাকি অংশে খেলবেন সাকিব আল হাসান।

পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে।

২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এ ছাড়া পেশোয়ার জালমির হয়েও খেলেছেন এই অলরাউন্ডার।

উল্লেখ্য, আরেক টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে আসরের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।

/এমএইচআর

Exit mobile version