Site icon Jamuna Television

জুলাই গণঅভ্যুত্থান বৈপ্লবিক পরিবর্তন এনেছে: মঈন খান

জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। তাই জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে বলে জানিয়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

বুধবার (১৪ মে) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে মহানগরী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন।

ছাত্ররা দেশ পরিচালনার কঠিন দায়িত্ব নিয়ে ব্যর্থ হলে ১৮ কোটি মানুষ তথা বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, নতুন প্রজন্মের নেতৃত্বে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। আগামীতে দেশ পরিচালনায় তারাই নেতৃত্ব দেবে।

তিনি বলেন, সবাইকে দায়িত্ব গ্রহণে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে। না হলে দেশ ভুল পথে পরিচালিত হবে বলে উল্লেখ করেন তিনি।

/এটিএম

Exit mobile version