Site icon Jamuna Television

নিষ্প্রভ মেসি, জেতা হলো না মায়ামির

মেজর লিগ সকারের (এমএলএস) নাটকীয় এক ম্যাচে সান হোসে আর্থকুয়েকসের বিপক্ষে ৩-৩ গোলের ড্র করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। তাদেও আলেন্দের দুর্দান্ত জোড়া গোলে শেষ পর্যন্ত হার এড়ায় হাভিয়ের মাশচেরানোর দল। ম্যাচে পুরোটা সময় খেললেও অনেকটা নিষ্প্রভ ছিলেন এলএমটেন।

বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় নিজেদের মাঠ পেপাল পার্কে মায়ামিকে আতিথ্য দেয় আর্থকুয়েকস।

গোলের শুরুটা করে মায়ামিই। স্বাগতিকরা কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের উদ্বোধনী মিনিটেই গোল করেন ফ্যালকন। তবে সমতায় ফিরতে বেশি দেরি করেনি সান হোসে। ম্যাচের তৃতীয় মিনিটেই আরাঙ্গো স্বাগতিকদের সমতায় ফেরান।

ম্যাচের ৩৭তম মিনিটে প্রথমবার লিড পায় সান হোসে। লেরক্স গোল করেন স্বাগতিকদের হয়ে। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামি। ৪৪তম মিনিটে অ্যালেন্ডে স্কোর লাইন ২-২ করেন। তবে প্রথম হাফে লিড নিয়েই বিরতিতে যায় সান হোসে। প্রথম হাফে বাড়ানো সময়ের চতুর্থ মিনিটে সান হোসের হয়ে গোল করেন ইয়ান হার্কস।

বিরতির পর দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে অ্যালেন্ডে নিজের দ্বিতীয় ও মায়ামির তৃতীয় গোলটি করলে ম্যাচ ৩-৩ সমতায় দাঁড়ায়।

এরপর কোনো দল আর গোলের দেখা পায়নি। পুরো ৯০ মিনিট খেলেও কোনো গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেননি লিওনেল মেসি।

১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে ইন্টার মায়ামি। ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ষোলো নম্বর স্থানে সান হোসে আর্থকুয়েকসে।

/এমএইচআর

Exit mobile version