Site icon Jamuna Television

পুলিশের মদদে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে: রিজভী

পুলিশের মদদে সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। সকালে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলে এই অভিযোগ করেন তিনি।

প্রচারণায় পুলিশ-আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি করে অসংখ্য নেতাকর্মীদের আহত করা হয়েছে বলে দাবি করেন রিজভী আহমেদ। তিনি বলেন, নারী প্রার্থীরাও হামলার শিকার হয়েছেন। সারা দেশের নির্যাতন-নৈরাজ্য ঢাকতে সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করছেন সিইসি। নিজের মর্যাদা বিকিয়ে দিয়েছেন তিনি।

রিজভী আহমেদ অভিযোগ করেন, যাদের হাতে সব নিয়ন্ত্রণ তারাই ভুয়া ব্যালট ছাপিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে।

Exit mobile version