Site icon Jamuna Television

সাবেক এমপি কাজিম উদ্দিন ধনু গ্রেফতার

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকা তাকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের সময় মোহাম্মদ আরিফ (১৮) নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৯ জুলাই দুপুরে যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদরাসার সামনে মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় আরিফের পিতা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু সেই মামলার ১৪ নম্বর আসামি।

যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতার কাজিম উদ্দিন ধনু বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় দায়েরকৃত চারটি মামলার এজাহারনামীয় আসামি।

/আরএইচ

Exit mobile version