Site icon Jamuna Television

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল— আইসিসি। যেখানে মোট প্রাইজমানি থাকছে ৫.৭৬ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি ৮ লাখ টাকা। যা কিনা আগের আসরের তুলনায় দ্বিগুন।

আসরের চ্যাম্পিয়ন দল পাচ্ছে ৩.৬ মিলিয়ন ডলার বা প্রায় ৪৪ কোটি টাকা। আগের আসরে যার পরিমাণ ছিলো ১.৬ মিলিয়ন ডলার।

অপরদিকে, রানার্সআপ দলের জন্য বরাদ্দ করা হয়েছে ২.১৬ মিলিয়ন ডলার। র‍্যাংকিং এর তিন নাম্বার পজিশনে থাকা ভারত পাচ্ছে ১.৪৪ মিলিয়ন ডলার।

এছাড়া টুর্নামেন্টের সপ্তম ও অষ্টম অবস্থানের জন্য বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল পাবে যথাক্রমে প্রায় সাড়ে ৮ কোটি ও সাড়ে ৭ কোটি টাকা।

৬৯.৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে, বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, আগামী ১১ জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে ২০২৩-২৫ মৌসুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল।

/এমএইচআর

Exit mobile version