সিলেটে গ্রিন শিপ রিসাইক্লিং সেমিনার অনুষ্ঠিত

|

সিলেটে গ্রিন শিপ রিসাইক্লিং এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপর একটি টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের উপাচার্য ড. সরওয়ার উদ্দিন চৌধুরি।

বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ মেরিন অ্যাকাডেমিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সরওয়ার উদ্দিন টেকনিক্যাল রিসার্চ পেপার উপস্থাপন করেন।

বাংলাদেশে যেহেতু বিশ্বের প্রথম মেরিন শিপ রিসাইকেল দেশ হিসাবে অনুগামী ভূমিকা পালন করেছে, তাই হংকং কনভেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন, মেরিন ইঞ্জি মো. মাহবুবুর রহমান ও বিশিষ্ট শিপ রিসাইকেল বিশেষজ্ঞ এবং মেরিন ইঞ্জি মো. হুমায়ুন কবির।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply