Site icon Jamuna Television

পুতিনের সাথে আমার বৈঠক না হওয়া পর্যন্ত ইউক্রেন নিয়ে কোনো সমাধান আসবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইউক্রেন সংকট নিয়ে কোনো অগ্রগতি হবে না, যতক্ষণ না তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি বৈঠক করবেন।

তিনি বলেন, পুতিন মনে করেছে হয়তো আমি বৈঠকে উপস্থিত হবো। আমি না গেলে রাশিয়ার প্রেসিডেন্টও যাবেন না। সুতরাং আমি আর পুতিন একসাথে না বসলে এই যুদ্ধের সমাধান হবে না। কারণ—এই যুদ্ধে বহু মানুষ মারা যাচ্ছে।

এই বক্তব্যে ট্রাম্প আবারও আন্তর্জাতিক দ্বন্দ্ব সমাধানে তার ব্যক্তিগত কূটনৈতিক ভূমিকার ওপর জোর দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এটি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার বৈদেশিক নীতির অবস্থানকে শক্তিশালী করার একটি কৌশল।

এর আগে, বুধবার (১৪ মে) ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৫ মে) ইস্তাম্বুলে অনুষ্ঠেয় আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি।

তবে, ক্রেমলিনের বিব্রিতির পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি অংশ না নিলে তিনি কোনো রুশ প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন না। অর্থাৎ যদি পুতিন বৈঠকে থাকেন, তাহলেই তিনি যাবেন।

/এআই

Exit mobile version