Site icon Jamuna Television

‘পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান’

ভারতকে প্রতিহত করতে প্রচলতি সামরিক সক্ষমতাই যথেষ্ট বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য ভারতের স্ব-আরোপিত ‘পারমাণবিক ব্ল্যাকমেইলের’ কোনো প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (১৫ মে) এক বিবৃতিতে এসব জানায় ইসলামাবাদ। এ ছাড়া ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের করা সাম্প্রতিক মন্তব্যের নিন্দা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার জাতিসংঘের পারমাণবিক সংস্থার নজরদারিতে আনা উচিত।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, রাজনাথ সিংয়ের মন্তব্যের মন্তব্যের মধ্যে দিয়ে তাদের নিরাপত্তাহীনতা এবং হতাশা প্রকাশ পায়।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্য আইএইএ-র মতো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থার ম্যান্ডেট এবং দায়িত্ব সম্পর্কে তার অজ্ঞতাও প্রকাশ করে।

তিনি বলেন, যদি কিছু করতেই হয়, তাহলে আইএইএ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থের বারবার চুরি এবং অবৈধ পাচারের ঘটনা নিয়ে চিন্তিত হওয়া।

/এটিএম

Exit mobile version