রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

|

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে মাসুদ মোল্লা (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুরের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত মাসুদ মোল্লা বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জিমউদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদের কিছুটা মান‌সিক সমস্যা ছিল। এছাড়াও, পা‌রিবা‌রিক কলহও চলছিল। শুক্রবার সকা‌লে বাজার থে‌কে ফেরার প‌থে রাজশাহীগামী টু‌ঙ্গিপাড়া এক্স‌প্রেস ট্রেনের নি‌চে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী রেলও‌য়ে থানার উপপরিদর্শক (এসআই) বিধান কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রেলও‌য়ে পু‌লিশ পাঠানো হয়েছে।  পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

/এএম  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply