‘ভারত এখনও তাদের পানি আগ্রাসন বন্ধ করেনি’

|

ভারত তাদের পানি আগ্রাসন এখনও বন্ধ করেনি, আগ্রাসন নীতি থেকেও সরে আসেনি। তাই প্রতিবেশি দেশটি ন্যায্য পানির হিস্যা দিতে চায় না, এটা পরিষ্কার। এমন অভিযোগ করেছেন বিপ্লবী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (১৬ মে) আন্তর্জাতিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এই গণসমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় তিনি একথা বলেন। অনুষ্ঠানে কথা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

তারা জানান, ফারাক্কার বাঁধের কারণে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারকে এ বিষয়ে পরিষ্কার পদক্ষেপ নিতে হবে।

তাদের অভিযোগ, ভারত এ পর্যন্ত বন্ধুত্বের কোনো পরিচয় দেয়নি। তাদেরকে এই খেলা বন্ধ করতে হবে। জাতিসংঘের আগামী অধিবেশনে অভিযোগ দায়ের করে ৫৪টি নদীর পানি প্রবাহের ন্যায্য হিস্যা নিয়ে কথা বলতে অন্তবর্তী সরকারের প্রতি অনুরোধ জানান তারা।

তারা আরও বলেন, বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিয়ে জাতিসংঘের কাছে যেতে হবে। বর্তমান সরকারের কর্মকাণ্ডে বিভাজন নতুন করে তৈরি হচ্ছে। এমন কিছু করবেন না যাতে সবার মধ্যে অনৈক্য তৈরি হয়।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply