Site icon Jamuna Television

মাদারীপুরে পিকনিকের ট্রলার ডুবে যুবক নিখোঁজ

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবে একজন নিখোঁজ হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাকি যাত্রীরা।

গতকাল শুক্রবার (১৬ মে) রাতে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ‘বাহেরচর কাতলা’ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সুমন সিপাহী (২৫) একই এলাকার কালু সিপাহীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ট্রলার ভ্রমণের আয়োজন করে স্থানীয় কিছু যুবক। ১৫ জনের একটি দল নদের বিভিন্ন এলাকায় ট্রলার দিয়ে ঘুরে রাতে ফেরার পথে বাহেরচর এলাকায় পৌঁছালে অন্ধকারে বালুবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় যাত্রীদের নিয়েই ডুবে যায় ট্রলারটি। স্থানীয়রা গিয়ে বাকি যাত্রীদের উদ্ধার করলেও নিখোঁজ হন সুমন সিপাহী নামের এক যুবক। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান জানান, ট্রলার দুর্ঘটনার খবর এলাকাবাসী জানিয়েছেন। নিখোঁজ সুমনকে উদ্ধারে অভিযান চালাবে ফায়ার সার্ভিস।

/এসআইএন

Exit mobile version