Site icon Jamuna Television

সালমান রুশদির ওপর হামলাকারীর ২৫ বছরের কারাদণ্ড

বহুল আলোচিত ও সমালোচিত লেখক সালমান রুশদিকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত।

শুক্রবার, ঘোষণা করা হয়েছে এ রায়। ২৭ বছর বয়সীর অভিযুক্তের নাম হাদি মাতার। তার বিরুদ্ধে আরও একটি মামলা চলছে নিউইয়র্কের আদালতে।

২০২২ সালে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় ভয়াবহ হামলার শিকার হন লেখক সালমান রুশদি। ছুরিকাঘাত করা হয় তার মাথা, ঘাড়, হাত’সহ শরীরের নানা স্থানে। এতে অন্ধ হয়ে যায় তার ডান চোখ।

রুশদি ছাড়াও আহত হন পিটসবার্গের ‘সিটি অব অ্যাসাইলাম’ সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা হেনরি রিসও। হামলাকারী হাদির বিরুদ্ধে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সহযোগিতার অভিযোগ রয়েছে।

আদালতের রায়ে বলা হয়, রুশদির ওপর হামলার জন্য হাদি মাতারকে সর্বোচ্চ ২৫ বছর কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে।

১৯৮১ সালে ‘মিডনাইটস চিলড্রেন’ বই লিখে খ্যাতি অর্জন করেন সালমান রুশদি। কিন্তু ১৯৮৮ সালে লেখা চতুর্থ বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জন্য তাকে ৯ বছর আত্মগোপনে থাকতে হয়েছিল। বইটিতে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে বলে মনে করেন মুসলিমরা। এটি প্রকাশের পর থেকে সালমান রুশদি হত্যার হুমকি পেয়ে আসছিলেন।

/এটিএম

Exit mobile version