Site icon Jamuna Television

৫ মাসের বকেয়া ও বেতন বৃদ্ধির দাবিতে পরিকল্পনা কমিশন ঘেরাও

ইসলামি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক কোরআন ও ইসলামি শিক্ষা কার্যক্রমের শিক্ষকরা ৫ মাসের বকেয়া বেতন ও নতুন করে বেতন বৃদ্ধির দাবিতে পরিকল্পনা কমিশন ঘেরাও করেছে।

শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে পরিকল্পনা কমিশন ঘেরাও করে সামনের সড়কের যান চলাচল বন্ধ করে দেন তারা।

আন্দোলনকারীরা জানান, ৫ মাসের বকেয়া বেতনসহ ৫ দফা দাবিতে তারা এই আন্দোলন করছেন। পাঁচ দফার মধ্যে আরও রয়েছে চাকরী স্থায়ীকরণ ও রাজস্ব খাতে অন্তর্ভুক্তি। এছাড়া গত ঈদুল ফিতরের বোনাসসহ ঈদুল আযহার বোনাস এবং ৫ হাজার থেকে বাড়িয়ে মাসিক বেতন ১৫ হাজার টাকা করার দাবিও তুলেছেন তারা।

ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছলাম খান তাদের এসব দাবি মেনে নেয়ার মৌখিক ঘোষণা দিলেও শিক্ষকরা লিখিতভাবে দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

/এমএইচ

Exit mobile version