Site icon Jamuna Television

পিএসএল খেলতে পাকিস্তানে সাকিব

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে নিজের দল লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। এই লিগ দিয়ে প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাবেক এ বাংলাদেশ অধিনায়ক।

শনিবার (১৭ মে) ক্যাম্পে সাকিবের যোগ দেয়ার খবর এক ফেসবুক পোস্টে জানিয়েছে লাহোর। পিএসএলের চলমান দশম আসরে শুরুতে দল পাননি সাকিব। নতুন করে তাকে দলে নেয়া হয়েছে মূলত নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের জায়গায়।

পিএসএলের বাকি অংশের জন্য ডাক পাওয়ায় সাকিব অনাপত্তিপত্র বা এনওসি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন। তাতে অবশ্য সাড়া দেয় বিসিবি।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সংঘাতের কারণে এক সপ্তাহের মতো স্থগিত ছিল পিএসএল। শনিবার থেকে ‍পুনরায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে।

/এমএইচআর

Exit mobile version