Site icon Jamuna Television

স্লোভেনিয়ায় মেলানিয়া ট্রাম্পের ভাস্কর্য চুরি

স্লোভেনিয়ায় চুরি হয়েছে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ভাস্কর্য। স্লোভেনিয়া থেকে অন্তত ৬০ মাইল পূর্বে মেলানিয়া ট্রাম্পের জন্মস্থান সেভনিকায় নির্মিত হয় ভাস্কর্যটি।

এর আগে ২০২০ সালে ওই একই স্থানে বসানো হয়েছিলো ফার্স্ট লেডির আদলে গড়া একটি কাঠের ভাস্কর্য। যা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হওয়ার পর ব্রোঞ্জের ভাস্কর্যটি প্রতিস্থাপন করা হয়। গেল মঙ্গলবার গোড়ালির অংশ থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছে মূর্তিটি। জানান, নির্মাতা শিল্পী ব্র্যাড ডাউনি।

কাঠের ভাস্কর্যটি ধ্বংস হওয়ার পর নিজ উদ্যোগে ব্রোঞ্জের মেলানিয়া মূর্তিটি তৈরি করেন তিনি। এ ঘটনা সমাধানে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ।

মেলানিয়া ট্রাম্পের স্বামী মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর তার নিজ দেশের মানুষ আশা করেছিলেন, তিনি হয়তো একদিন জন্মভূমিতে আসবেন। কিন্তু মেলানিয়া সেটি কখনোই করেননি।

স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা থেকে ৬০ মাইল পূর্বে অবস্থিত সেভনিকায় মেলানিয়া ট্রাম্পের নামে কেক ও চকলেটসহ অসংখ্য পণ্যের নামকরণ করা হয়েছে।

/এটিএম

Exit mobile version