Site icon Jamuna Television

প্রায় তিনদিন বিমানবন্দরে আটকে থাকার পর দলের সঙ্গে রিশাদ-নাহিদ রানা

সংগৃহীত ছবি।

ভিসা জটিলতায় প্রায় তিনদিন দুবাই বিমানবন্দরে আটকে থাকার পর অবশেষে দলের সাথে যোগ দিয়েছেন রিশাদ হোসেন এবং নাহিদ রানা। এমিরেটস ক্রিকেট বোর্ডের সহায়তায় সমস্যা সমাধানের পর শুক্রবার (১৬ মে) আরব আমিরাত সফরে থাকে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন রিশাদ হোসেন এবং নাহিদ রানা।

শনিবার (১৭ মে) এসব তথ্য নিশ্চিত করেছেন বিসিবির অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস। তিনি বলেন, ওদের ইমিগ্রেশনে সমস্যা ছিল বিধায় এই সময়টায় এয়ারপোর্ট সংলগ্ন একটি হোটেলে ছিল। এমিরেটস ক্রিকেট বোর্ডের সহায়তায় সমস্যা সমাধানের পর গতরাতে দলের সাথে যোগ দিয়েছেন তারা।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৪ মে দুই ধাপে বিভক্ত হয়ে ইউএইতে যায় বাংলাদেশ দল। সেদিন প্রথম ধাপে এই দুই ক্রিকেটার ঢাকা ছাড়েন। তবে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ইমিগ্রেশন পার হতে পারেননি তারা। পাকিস্তানে পিএসএল খেলে সদ্য দেশে ফেরা এই দুই ক্রিকেটার সিরিজ উপলক্ষে আবার আমিরাতে যোগ দিতে গেলে পড়েন ভিসা ও ইমিগ্রেশন জটিলতায়। দুবাই বিমানবন্দরে তাদের আটকে রাখা হয় প্রায় ৭২ ঘণ্টা।

উল্লেখ্য, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ রাত ৯টায় স্বাগতিক আমিরাতের মুখোমুখি হবে লিটন দাসের দল।

/এমএইচ

Exit mobile version