Site icon Jamuna Television

স্কুলের বইয়ে অসংক্রামক রোগের তথ্য থাকা দরকার: স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের ডিজি

স্কুলের পাঠ্যপুস্তকে অসংক্রামক রোগের তথ্য সংযোজন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (ডিজি) ড. মো. এনামুল হক। শনিবার (১৭ জুন) রাজধানীর বিএমএ ভবনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষ্যে এক আলচনাত এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নিজেদের শরীরের সুস্থ্যতা বজায় রাখার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। নিরব ঘাতক অসংক্রামক রোগের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বাড়ানো প্রয়োজন। স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো সরকারের পরিকল্পনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তারা বলেন, লবন উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমেই এ ধরণের উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

/আরএইচ

Exit mobile version