Site icon Jamuna Television

আরও দুই মামলায় গ্রেফতার দেখানো হলো আইভীকে

ফাইল ছবি।

হত্যা ও হত্যাচেষ্টার আরও দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে।

শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চৌধুরীর আদালতে আইভীকে তুহিন হত্যা ও দুলাল হোসেন হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। 

এদিন সকালে সিনিয়র জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে রাষ্টপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইভীকে গ্রেফতার দেখানো হয়। এর আগে, গত ৯মে সিদ্ধিরগঞ্জের মিনারুল ইসলাম হত্যা মামলায় দেওভোগের বাসা থেকে সাবেক সিটি মেয়রকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন তিনি।

/এমএইচ

Exit mobile version