লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

|

লালমনিরহাট করেসপনডেন্ট:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাড়িখোওয়া গ্রামের কমলা বেগম (৭০) ও তার ছেলে জামাল হোসেন (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে পালিত একটি ওই বাড়ির একটি ঘড়ে ঢুকে পড়ে। ঘরটিতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেয়া ছিল। একপর্যায়ে অটোরিকশার সংস্পর্শে এসে গরুটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় গরুটিকে বাঁচাতে গিয়ে জামাল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে বাঁচাতে মা কমলা বেগম (৭০) এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply