Site icon Jamuna Television

ফারহান ফাইয়াজের নামে ধানমন্ডিতে সড়কের নামকরণ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহান ফাইয়াজের নামে ধানমন্ডি ২৭ নম্বরের সড়কের নামকরণ করা হয়েছে।

শনিবার (১৭ মে) সকালে নামফলক উন্মোচন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। এ সময় শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া এবং তার শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

মো. শাহজাহান মিয়া বলেন, বৈষম্যহীন বাংলাদেশ না গড়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। এ সময় আরও কয়েকজন শহীদের নামে কয়েকটি সড়কের নামকরণ করার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।

অপরদিকে, গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণীয় করে রাখার আহ্বান জানান ফারহান ফাইয়াজের বাবা।

এর আগে, গত বছরের ১৮ জুলাই ধানমন্ডির পুরাতন ২৭ নং রোডে রাপা প্লাজা এবং জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ) পুলিশ ও ছাত্রলীগের হামলায় বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

/এএইচএম

Exit mobile version