এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কলমবিরতি বাড়লো আরও একদিন

|

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি কর্মসূচির আজ তৃতীয় দিন।

শনিবার (১৭ মে) এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পাঁচ ঘণ্টা কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দফতরে এবং জাতীয় রাজস্ব বোর্ডে স্বতঃস্ফূর্তভাবে কলম বিরতি পালন করা হয়। এতে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। একাত্মতা প্রকাশ করেন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণ।

এর ফলে, আমদানি-রফতানি বাণিজ্যসহ রাজস্ব খাতের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। ঢাকা, চট্টগ্রাম ও বেনাপোলসহ দেশের প্রায় সব কাস্টম হাউসের পাশাপাশি শুল্ক-কর কার্যালয়েও সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কাজ হয়নি। ফলে আমদানি-রফতানি সংক্রান্ত বাণিজ্যে ভোগান্তি বেড়েছে।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ রাজস্ব ব্যবস্থা সংস্কারের দাবি দীর্ঘদিন ধরে করে আসছে। সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হওয়া সত্ত্বেও কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীদের মতামত গ্রহণ না করে ও সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে এবং তা আলোচনার সুযোগ না রেখে জারীকৃত অধ্যাদেশের মাধ্যমে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে তা দেশের রাজস্ব ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করবে বলে ঐক্য পরিষদ মনে করে।

সেইসাথে, সম্মানিত করদাতা ও সেবাপ্রার্থীদের সাময়িক অসুবিধার জন্য ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এ সময়, পরবর্তী কর্মসূচি হিসেবে আগামীকাল রোববার (১৮ মে) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা কলমবিরতির ঘোষণাও দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে ক্যাডার ও নন ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে গত তিন দিন রাজস্ব খাতে কলমবিরতি কর্মসূচি চলে আসছে। ঈদের ছুটি সমন্বয় করতে সরকারি নির্দেশে আজ সব অফিস খোলা থাকার কথা থাকলেও রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা তাদের কলমবিরতি পালন করেছেন।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply