Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডো, নিহত অন্তত ২৫

যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এতে অনেকে আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি।

কেন্টাকির কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৭ মে) স্থানীয় সময় ভোরে কেন্টাকির দক্ষিণ-পূর্বে লরেল কাউন্টিতে টর্নেডো আঘাত হানে। এতে রাজ্যের ১৮ জন বাসিন্দা নিহত হয়েছেন। এছাড়া, মিসৌরিতে সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে সেন্ট লুসিয়া শহরে পাঁচজন নিহত হয়েছেন। বাসিন্দাদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

মিসৌরির কর্তৃপক্ষ জানায়, টর্নেডোতে পাঁচ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিদ্যুতের লাইনও ভেঙে পড়েছে।

স্থানীয় সময় শনিবার বিকেল পর্যন্ত মিসৌরি এবং কেন্টাকির প্রায় এক লাখ ৪০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। সেন্ট লুইস কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে।

/আরএইচ

Exit mobile version