Site icon Jamuna Television

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। দক্ষিণ এশিয়ার ফুটবলে এই বয়সভিত্তিক প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই শিরোপা ধরে রাখাই হবে লাল-সবুজ প্রতিনিধিদের প্রধান লক্ষ্য । অপরদিকে, প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও ঘরের মাটিতে ট্রফি রেখে দিতে বদ্ধপরিকর স্বাগতিকরা।

রোববার (১৮ মে) ভারতের অরুনাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনাল মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

দুই ফাইনালিস্ট পুরো টুর্নামেন্টে কোনো ম্যাচ না হেরেই শিরোপা নির্ধারণী মঞ্চে এসেছে। তাই দুর্দান্ত এক ফাইনাল হতে যাচ্ছে— এমনটাই আশা ফুটবল ভক্তদের।

নিজেদের মাঠের পাশাপাশি হোম ক্রাউড নিজেদের পক্ষে থাকলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স চিন্তার কারণ ভারতের। সবশেষ ২০২৩ সালে সাফের এই বয়সভিত্তিক আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

এদিকে, অপরাজিত থাকার ব্যাপারটি আত্মবিশ্বাস দিলেও সাবধানী বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। স্বাগতিকদের শক্তিশালী মানলেও শিরোপা জয়ের মিশনে কোনোরকম ভুল করতে চায় না ফয়সালরা। তাদের চোখে এখন ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের হাতছানি।

/এমএইচআর

Exit mobile version