Site icon Jamuna Television

বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মতিঝিলে বিক্ষোভ

বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মতিঝিলে বিক্ষোভ করেছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। রোববার (১৮ মে) দুপুরে কাফনের কাপড় নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিনিয়োগকারীরা অভিযোগ করেন, বিএসইসির চেয়ারম্যান সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুরোপুরি ব্যর্থ। এই কমিশন বাজারের গতি ফেরাতে পারেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাজারে স্বস্তি ফেরানোর যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটিও নষ্ট করে দিয়েছেন তিনি।

এ সময়, ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটার দেন বিক্ষোভকারীরা। এর মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেয়া হয়।

/এএইচএম

Exit mobile version