Site icon Jamuna Television

সাম্য হত্যার বিচার নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ঢাবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

সাম্য হত্যায় জড়িত মূল হোতাদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতে ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। রোববার (১৮ মে) দুপুরে সচিবালয়ে সাক্ষাৎ করেন তারা।

প্রায় আধা ঘণ্টা বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের আই.ই.আর বিভাগের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম জানান, সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দ্রুত শেষ করতে উপদেষ্টার সহায়তা চাওয়া হয়েছে।

প্রতিনিধি দল আরও জানায়, এই হত্যা মামলা ডিবিতে হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময়, অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাসও দেন তিনি। সেইসাথে, বিশেষ ট্রাইব্যুনালে বিচারের কথাও জানিয়েছে আইন মন্ত্রণালয়।

অপরদিকে, সাম্যর বন্ধু ও সহপাঠী নাহিয়ান বলেন, ছুরি মেরে যে হত্যা করেছে তাকে ধরতে পারলেই রহস্য উদ্‌ঘাটন সম্ভব।

/এএইচএম

Exit mobile version