Site icon Jamuna Television

সেন্ট পিটার্স স্কয়ারে পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠিত

পোপ হিসেবে নির্বাচিত লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠিত হয়েছে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে। রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দুপুরে পোপের জন্য নির্দিষ্ট সাদা বাহনে চড়ে সেন্ট পিটার্স স্কয়ারে এসে উপস্থিত হন পোপ লিও চতুর্দশ। এ সময় জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানাতেও দেখা যায় তাকে।

এরপর একজন কার্ডিনাল তাকে জেলেদের বিশেষ একটি আংটি উপহার দেন। এই আংটিটি মূলত তার ভূমিকার প্রতীক হিসেবে দেয়া হয়, যা ঐতিহ্য হিসেবে সেন্ট পিটারের সময় থেকে চলে আসছে। সেন্ট পিটার মূলত একজন জেলে ছিলেন। এ সময়, পোপ লিও প্যালিয়ামও গ্রহণ করেন, যা একজন রাখাল হিসেবে তার ভূমিকার প্রতীক।

এই অনুষ্ঠানটি মূলত তার পোপ পদের আনুষ্ঠানিক সূচনাকে নির্দেশ করে। এটি ঐতিহ্যবাহী একটি রীতি হিসেবে দীর্ঘসময় ধরে চলে আসছে।

এর আগে, ২৬৭ তম পোপ হিসেবে নির্বাচিত লিও চতুর্দশ, তার বক্তৃতায় গির্জাগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছিলেন।

/এএইচএম

Exit mobile version