Site icon Jamuna Television

আইনি জটিলতায় মিঠুন চক্রবর্তী, ভাঙা হতে পারে বাড়ি

অনুমতি ছাড়াই বহুতল নির্মাণের অভিযোগে আইনি বিপাকে জড়িয়েছেন ওপার বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তী। ইতোমধ্যেই বৃহন্মুম্বই পুরনিগমের পক্ষ থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে অভিনেতাকে। সময়মতো সঠিক জবাব না দিলে অভিনেতার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের মাধ এলাকায় ১০০টির বেশি অবৈধ বাড়ি চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে অভিনেতার বাড়ির নামও। মহারাষ্ট্রের মালাড মাধ এলাকার ইরাঙ্গেল গ্রামের ইরাবতী মন্দিরের কাছে যে বাড়িটি রয়েছে, তার নিচের তলাটি অবৈধভাবে সংস্কার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বহুতলের গ্রাউন্ড ফ্লোর তৈরি করা হয়েছে ইট, কাঠ এবং কাঁচ দিয়ে, যা তৈরি করার আগে পুরনিগমের পক্ষ থেকে কোনো অনুমতি নেয়া হয়নি। অনুমতি না নিয়ে বাড়িটি তৈরি করার অপরাধে অভিনেতাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে, যার জবাব এক সপ্তাহের মধ্যে দিতে হবে অভিনেতাকে।

জবাব সন্তোষজনক না হলে অভিনেতার বাড়ি ভেঙে ফেলা হতে পারে। এছাড়া মোটা অঙ্কের জরিমানা বা হাজতবাসও করতে হতে পারে।

/এটিএম

Exit mobile version