Site icon Jamuna Television

বাড্ডায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু

ফাইল ছবি।

মেডিকেল প্রতিবেদক:

রাজধানীর বাড্ডা থানার দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্পের পাশে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ শিশু তানজিলা (৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার(১৮ মে) বেলা তিনটার দিকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, গত শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে দগ্ধ অবস্থায় একই পরিবারের নারী শিশুসহ পাঁচজনকে আমাদের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। দুপুর তিনটার দিকে শিশু তানজিলা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি আরও জানান, তানজিলার শরীরে ৬৬ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়াও, তোফাজ্জল হোসেনের শরীরের ৮০ শতাংশ, মঞ্জরার শরীরের ৬৭ শতাংশ, শিশু মিথিলার শরীরের ৬০ শতাংশ ও শিশু তানিশার শরীরের ৩০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৬ মে দিবাগত রাত সাড়ে বারোটার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

/এএস

Exit mobile version