Site icon Jamuna Television

দিল্লির হারের দিনেও বল হাতে উজ্জ্বল মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও বড় ব্যবধানে হেরেছে দিল্লি ক্যাপিটালস। তাদের দেয়া ২০০ রানের টার্গেট ১০ উইকেট হাতে রেখেই টপকে যায় গুজরাট টাইটান্স।

ঘরের মাঠ অরুন জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রানের পুঁজি পায় দিল্লি। সর্বোচ্চ ১১২ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক কেএল রাহুল। ১৯ বলে ৩০ রান করেন অভিষেক পোরেল। আক্সার প্যাটেল করেন ১৬ বলে ২৫ রান।

জবাবে ওপেনিং জুটিতে ২০৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে গুজরাটের বড় জয় নিশ্চিত করেন শুভমান গিল ও সাই সুদর্শন। গিল ১০৮ ও সুদর্শন ৯৩ রানে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে কিপটে বোলিং করেছেন মোস্তাফিজ। ৩ ওভারে মাত্র ২৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।

গুজরাট ৩ ওভারে ৪৩ রান তুলে ফেলার পর বোলিংয়ে আসেন পরিবর্তিত পরিস্থিতিতে আইপিএলে দল পাওয়া মোস্তাফিজ। প্রথম ওভারে ৬ রান দেয়া বাঁহাতি পেসার পরের ওভারে দেন ৭ রান।

গুজরাটের স্কোর ১৫ ওভারে ১৫৪/০, তখন ফিজকে আবার আক্রমণে আনা হয়। টানা দুই চার খেয়ে শুরু করা মোস্তাফিজ ওভারটায় দেন ১১ রান। পরে মোস্তাফিজের কোটা আর শেষ করেননি দিল্লির কাপ্তান কেএল রাহুল।

/এএম

Exit mobile version