Site icon Jamuna Television

ছয় মাস পর ফিরেই সাকিবের ‘গোল্ডেন ডাক’

দীর্ঘ ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন এক সময়ের বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে প্রস্তুত ছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। কিন্তু প্রত্যাশার বেলুন ফুটো হয়ে গেলো এক নিমিষে, মাত্র এক বলে!

রাতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে নামেন তিনি। কিন্তু ব্যাট করতে নেমে গোল্ডেন ডাকেই (প্রথম বলেই আউট) ফিরতে হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর শুরু হয় দু’দলের লড়াই। ১৩ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রানের পুঁজি পায় লাহোর কালান্দার্স। সর্বোচ্চ ৬০ রান করে আউট হন ফখর জামান। আরেক ওপেনার মোহাম্মদ নাইম করেন ২২ রান। আর সাত নম্বরে নেমে আহমেদ ড্যানিয়েলের বলে বোল্ড হন সাকিব। ফলে প্রত্যাবর্তনটা ভালো হয়নি এই টাইগার অলরাউন্ডারের।

পরিবর্তিত টার্গেটে (১৩ ওভারে ১৫০) ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পেশোয়ার জালমি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৫৩ রান তুলতেই তারা হারায় ৫ উইকেট।

লাহোরে হয়ে ৩টি উইকেট ঝুলিতে পোরেন সালমান মির্জা। বল হাতে সাকিব ১ ওভারে ৫ রান খরচ করেন। অবশ্য কোনো উইকেট পাননি।

/এএম

Exit mobile version