রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী নিকুসর ড্যান

|

রোমানিয়ার রাজধানী বুখারেস্টের লিবারেল ও ইইউ-সমর্থক মেয়র নিকুসর ড্যান রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন। মাসব্যাপী রাজনৈতিক অস্থিরতার পর ডানপন্থী জাতীয়তাবাদী প্রার্থীর চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অতি-ডানপন্থী দল (এইউআর)-এর নেতা জর্জ সিমিয়ন গত মাসের প্রথম দিকে নির্বাচনের প্রথম রাউন্ডে জয়ী হয়েছিলেন। রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে গত বছর প্রেসিডেন্ট নির্বাচন বাতিল হওয়ায় ক্ষুব্ধ রোমানিয়ানদের সমর্থন পেয়েছিলেন তিনি।

তবে, কম কথা বলা নিকুসর ড্যান ৫৪% ভোট পেয়ে চূড়ান্ত বিজয়ী হয়েছেন, যদিও প্রবাসী ভোটারদের মধ্যে সিমিয়ন বেশি সফল ছিলেন।

জয় নিশ্চিত হওয়ার পর ড্যান বলেন, ‘আপনি যাকেই ভোট দিন না কেন, আমাদের সবাইকে একসাথে মিলেমিশে রোমানিয়া গড়তে হবে।’

গতকাল রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে প্রায় ১ কোটি ১৬ লাখ রোমানিয়ান ভোট দেন, যার মধ্যে ছয় মিলিয়নের বেশি ভোট পেয়েছেন নিকুসর দান, যা মোট ভোটের প্রায় ৫৩ শতাংশ।

রাত আটটার পর বিজয় নিশ্চিত হবার পর বুখারেস্ট সিটি হলে বিপরীত পার্কে সমর্থকদের সঙ্গে আনন্দ উৎসব করেন তিনি। সেখানে সমর্থকরা তার নাম ধরে চিৎকার ও উল্লাস করে। 

নিকুসর ড্যান নির্বাচনী প্রচারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ও উত্তর-পশ্চিম প্রতিবেশী ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন, যেখানে সিমিয়ন ইউরোপীয় ইউনিয়নকে আক্রমণ করেন এবং কিয়েভে সাহায্য বন্ধ করার দাবি তোলেন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply