Site icon Jamuna Television

মিরাজকে দলে চায় লাহোর কালান্দার্স

মেহেদি হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ডাক পেয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে লাহোর কালান্দার্স।

রিশাদ-সাকিবের পর এবার মিরাজের দিকে হাত বাড়িয়েছে দুইবারের চ্যাম্পিয়ন দলটি। এরই মধ্যে ছাড়পত্রের জন্য বিসিবির কাছে আবেদন করেছেন তিনি। তবে কবে নাগাদ অনুমতি পাবেন, সে বিষয়ে এখনই কোনো ধারণা পাওয়া যাচ্ছে না।

যদি অনুমতি পেয়ে যান, তবে এটি হবে মিরাজের জন্য প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ।

জিম্বাবুয়ে’র তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার বিকল্প হিসেবে মিরাজকে নিতে আগ্রহী লাহোরের ফ্র্যাঞ্চাইজিটি। কেননা ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে খুব শীঘ্রই পিএসএল ছেড়ে যাবেন রাজা।

সব ঠিকঠাক থাকলে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্লে-অফ পর্ব শুরুর আগে লাহোরে যোগ দেবেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার। গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার এলিমিনেটর ম্যাচ খেলবে লাহোর।

উল্লেখ্য, সব মিলিয়ে ১৫৩ টি-টোয়েন্টি খেলে ৭.৫৫ ইকোনমিতে ১০৭ উইকেট নিয়েছেন মিরাজ। ব্যাট হাতে তার রয়েছে ৭টি অর্ধশতকসহ ২ হাজার ৯৯ রান। বিপিএলের সবশেষ আসরে ম্যান অব দা টুর্নামেন্ট হয়েছিলেন এ টাইগার অলরাউন্ডার।

/এমএইচআর

Exit mobile version