Site icon Jamuna Television

ছবি: গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে নেদারল্যান্ডসের হেগে লাখো মানুষের বিক্ষোভ

নেদারল্যান্ডসের হেগ শহরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছেন বিক্ষোভের আয়োজক অক্সফাম নোভিব। স্থানীয় সময় রোববার (১৮ মে) ফিলিস্তিনিদের সমর্থনে ও ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতায় শান্তিপূর্ণ এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে ডাচ সরকারের কঠোর অবস্থানের দাবিতে এই বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভকারীদের বেশিরভাগই লাল পোশাক পরে গাজায় ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে ‘রেড লাইন’ নির্ধারণের দাবি জানিয়েছেন। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

গাজায় চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। হেগের এই সমাবেশেও অংশগ্রহণকারীরা যুদ্ধবিরতি, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের রক্ষার দাবি জানান। ছবি: আল জাজিরা।
ইসরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপজুড়ে ফিলিস্তিনি সমর্থকদের বিক্ষোভ বৃদ্ধি পেয়েছে। আয়োজকদের মতে, হেগের এই সমাবেশ নেদারল্যান্ডসের ইতিহাসে গাজা ইস্যুতে সবচেয়ে বড় বিক্ষোভ। ছবি: আল জাজিরা।
হেগের মোট জনসংখ্যা প্রায় ৫ লাখ ৫০ হাজার। বিক্ষোভকারীদের মধ্যে এই শহরের বাসিন্দাদের পাশাপাশি আশেপাশের অন্যান্য শহরের বাসিন্দারাও ছিলেন। ছবি: আল জাজিরা।

/এআই

Exit mobile version