রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি কর্মসূচির পঞ্চম দিন আজ

|

রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি কর্মসূচি অব্যাহত আছে। সোমবার (১৯ মে) এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে পঞ্চম দিনের মত এই কর্মসূচি পালিত হচ্ছে।

ঢাকা, চট্টগ্রাম ও বেনাপোলসহ দেশের প্রায় সব কাস্টম হাউসের পাশাপাশি শুল্ক-কর কার্যালয়ে চলছে কলম বিরতি। পঞ্চম দিনে এই কর্মসূচি শুরু হয়েছে সকাল নয়টায়, চলবে বিকাল ৩ টা পর্যন্ত।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কলম বিরতি চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে অর্থ উপদেষ্টার সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের বৈঠকের কথা আছে বলেও জানানো হয়।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply