রাজবাড়ীতে পুলিশের ওপর হামলার মামলায় দুই আসামি গ্রেফতার

|

রাজবাড়ী করেসপনডেন্ট:

রাজবাড়ী‌তে এসআই সা‌ব্বির হো‌সেনসহ দুই পুলিশ সদ‌স্যের ওপর হামলার ঘটনায় দা‌য়েরকৃত মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) সকাল ১১টার দি‌কে এক প্রেস বিজ্ঞপ্তিতে অ‌তিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য জানান।

গ্রেফতারকৃত আসামিরা হ‌লেন, মো. মনির হোসেন মোল্লা ওরফে বড় মনির ও মো. মোসলেম মোল্লা। তারা রাজবাড়ী সদ‌র উপজেলার রাজাপু‌র গ্রা‌মের বা‌সিন্দা। 

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১৮ মে বিকেলে রাজবাড়ী সদর থানায় কর্মরত এসআই সাব্বির হোসেন ও  এএসআই শেখ আবুল হাসেম সদ‌র উপ‌জেলার বসন্তপু‌রের রাজাপু‌রে রুপল হত্যা মামলার তদন্ত কাজে যায়।

উক্ত হত্যাকাণ্ডে জড়িত আসামি গ্রেফতার ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মামলার বাদী পক্ষের লোকজন রাজাপুর মধ্যপাড়ায় মানববন্ধন আয়োজন করে। মানববন্ধন চলাকালে কিছু লোক এজাহারনামীয় আসামিদের বাড়িঘর ভাঙচুর শুরু করে। এ সময় সদর থানার এসআই সাব্বির হোসেন এবং এএসআই শেখ আবুল হাশেম ভাঙচুরকারীদের বাঁধা প্রদানের করার চেষ্টা করলে উত্তেজিত বাদী পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ইট নি‌য়ে আক্রমণ করে। একপর্যায়ে মনির তার হাতে থাকা ইট ও মোসলেম মোল্লা লোহার রড দি‌য়ে এসআই সাব্বির হোসেনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ক‌রে গুরুতর জখম ক‌রে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে এবং আহত এসআইকে উদ্ধার ক‌রে রাজবাড়ী সদর হাসপাতা‌লে ভর্তি ক‌রে। পরে তি‌নি কিছুটা সুস্থ হ‌য়ে থানায় ১২ জনসহ অজ্ঞাত ২৫-৩০ জন আসামির বিরুদ্ধে এক‌টি মামলা দায়ের ক‌রেন।

পরবর্তীতে, থানা ও ডি‌বি পু‌লিশ অভিযান চা‌লি‌য়ে মনির হোসেন মোল্লা ও মোসলেম মোল্লাকে গ্রেফতার করে। এ সময় অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে বলেও জানানো হয়।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply