ইতালির এমিলিয়া-রোমাগনা গ্র্যান্ড প্রিক্সে জিতলেন ভারস্ট্যাপেন

|

ইতালির এমিলিয়া-রোমাগনা গ্র্যান্ড প্রিক্সে চ্যাম্পিয়ন হয়েছে এফ-১ বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাক্স ভারস্ট্যাপেন। রেসের শুরুতেই পয়েন্টস টেবিলের শীর্ষস্থান ধরে রাখা অস্কার পিয়াস্ট্রিকে পিছনে ফেলে ডাচ ড্রাইভার জয় ছিনিয়ে নেন।

ভারস্ট্যাপেন রেসের মধ্যভাগ পর্যন্ত একাধিপত্য বজায় রাখলেও সেফটি কার ডিপ্লয়ের ফলে রেসের এক পর্যায়ে তার বিশাল লিড কমে যায়। তবুও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন তিনি। অন্যদিকে, ল্যান্ডো নরিস শেষ পাঁচ ল্যাপে তার ম্যাকলারেন সতীর্থ পিয়াস্ট্রিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেন।

এই শিরোপা জয়ের মধ্য দিয়ে ভারস্ট্যাপেন এই মৌসুমে তার দ্বিতীয় জয় তুলে নিলেন এবং গত মাসের জাপানি গ্র্যান্ড প্রিক্সের পর প্রথমবারের মতো পডিয়ামের শীর্ষে উঠলেন। পিয়াস্ট্রিকে টানা চতুর্থ জয় থেকে বঞ্চিত করে তৃতীয় স্থানে ঠেলে দেন এই ডাচ রেসার।

রেড বুলের ৪০০তম এফ-১ রেসে জয় উদযাপন করতে গিয়ে ভারস্ট্যাপেন তার দলের ‘সর্বোত্তম সমন্বয়’-এর প্রশংসা করেন।

রেসের সেই গুরুত্বপূর্ণ ওভারটেক প্রসঙ্গে ভারস্ট্যাপেন বলেন, ‘স্টার্টটা তেমন ভালো হয়নি, কিন্তু আমি বাইরের লাইনে ছিলাম – মূলত নর্মাল রেসিং লাইনে। ভাবলাম, চেষ্টা করে দেখি বাইর দিয়ে ঘুরে যাওয়ার! সত্যিই কাজে দিল। লিড পাওয়ার পর রেসের শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পেরেছি। এই জয় পেয়ে আমি দারুণ খুশি।’

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply