‘ভারতের ট্রানজিট সুবিধা স্থগিত করুন, আ. লীগের খুনিদের পুশ ইন করুন’

|

বাংলাদেশে ভারতের অবৈধ পুশ ইন এবং ভারত সৃষ্ট বাণিজ্য অবরোধের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে পাল্টা ব্যবস্থা হিসেবে ট্রানজিট সুবিধা স্থগিত রাখার জন্য দাবি জানিয়েছে জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)। দলটির নেতারা ভারতে অবৈধভাবে আশ্রিত আওয়ামী লীগের খুনি রাজনীতিবিদদের পুশ ইন করতে ভারতের দৃষ্টি আকর্ষণ করেন।

আজ সোমবার (১৯ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পুশ ইনের বিরুদ্ধে দলটির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।

এতে মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশীদ বলেন, অবিলম্বে ভারতের হাইকমিশনারকে ডেকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হোক। অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশে কর্মরত অবৈধ ভারতীয় শ্রমিকদের পুশব্যাক করার দাবি জানান তিনি।

জেপিবির নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন বলেন, এখনই সময় এসেছে ভারতের এই নিষ্ঠুর পুশ ইন থামানোর। একাত্তর ও চব্বিশের চেতনায় বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র, কারও করদ রাজ্য নয়। আমরা ভারতীয় জনগণের বন্ধুত্ব, ভাষা ও সংস্কৃতিকে সম্মান করি কিন্তু ভারতের আধিপত্যবাদী রাজনীতিকে ঘৃণা করি।

জেপিবির মহাসচিব শওকত মাহমুদ বলেন, ভারতীয় বাংলাভাষী ও রোহিঙ্গা শরণার্থীদের পুশ ইন করা হচ্ছে। যেমনিভাবে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন মার্কিন নাগরিকদের পুশ আউট করছে।

তিনি আরও বলেন, ভারতে স্থলপথে রফতানি বন্ধ করে বাংলাদেশকে বিপদে ফেলতে চাচ্ছে। ত্রিপুরায় পণ্য পাঠাতে হলে কলকাতা হয়ে পাঠাতে হবে। অথচ বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকার কলকাতা থেকে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে পণ্য পাঠাতে ট্রানজিট ও বন্দর ব্যবহার সুবিধা দিয়ে রেখেছে। অবিলম্বে এসব সুবিধা স্থগিত করা দরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ মো. আবু জাফর, মেজর (অব.) মুজিব, ড. ফরহাত হোসেন, আউয়াল ঠাকুর, ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ওয়ালিউর রহমান খান, ভাইস চেয়ারম্যান এম এস ইউসুফ, গ্রীন পার্টির চেয়ারম্যান মোজাম্মেল হক, নাজমুল হাসান, মেজর (অব.) ইমরান, জাকির হোসেন লিটু প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেপিবির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রাজা।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দল হিসেবে জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি) দলটির আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। দলটির স্লোগান ‘গড়বো মোরা ইনসাফের দেশ’।

জেপিবির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব শওকত মাহমুদ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply