Site icon Jamuna Television

সোমালিয়ায় সেনানিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৩

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি সেনা নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৮ মে) দামানিয়ো সেনাঘাঁটির প্রাঙ্গণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

ঘাঁটির বাইরে নিয়োগের অপেক্ষায় দাঁড়ানো তরুণ সেনাদের সারিতে দাঁড়িয়ে এ হামলা চালায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকট বিস্ফোরণে মুহূর্তেই ধোয়ায় ঢেকে যায় এলাকাটি। চারদিকে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। এ ঘটনায় গুরুতর আহত হয় অন্তত ৩০ জন। তাদের হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিকভাবে মারা যায় ৬ জন।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, এর পেছনে আল-শাবাব সশস্ত্র গোষ্ঠীর হাত রয়েছে। কেননা, আগের দিন শনিবার হিরান অঞ্চলে ব্যাটালিয়ন ২৬-এর কমান্ডার কর্নেল আব্দিরাহমান হুজালে বিদ্রোহীদের গুলিতে নিহত হওয়ার পরপরই এই ঘটনা ঘটলো। তাকে হত্যার দায় স্বীকার করেছে আল শাবাব জঙ্গিরা।

আল-শাবাব প্রায় দুই দশক ধরে সোমালি সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং প্রায়শই সরকারি কর্মকর্তা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে হামলা চালায়।

এর আগে, ২০২৩ সালে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছিল মোগাদিসুর জালে সিয়াদ ঘাঁটিতে। ওই ঘটনায় একজন আত্মঘাতী বোমা হামলাকারী ২৫ জন সৈন্যকে হত্যা করেছিল।

/এএইচএম

Exit mobile version