Site icon Jamuna Television

৮০ দিনের অবরোধের পর ২৪ লাখ গাজার মানুষের জন্য মাত্র ৯টি ত্রাণের ট্রাক

প্রায় ৮০ দিন ধরে চলা কঠোর অবরোধের পর গাজায় বসবাসরত ২৪ লাখ মানুষের জন্য কেবল ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) আঞ্চলিক সরকারি কার্যক্রমের সমন্বয় শাখা সিওজিএটি কার্যালয়ের প্রধান ঘাসান আলিয়ান ‘শিশুখাদ্যসহ মানবিক সহায়তা বহনকারী ৯টি ট্রাক আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েল হয়ে গাজায় প্রবেশ করবে’।

ইসরায়েলি আর্মি রেডিও আরও জানায়, এই ত্রাণ ট্রাকগুলো আন্তর্জাতিক সংস্থাগুলোর গুদামে পৌঁছাবে এবং সেখান থেকে তা ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করা হবে।

গাজার সরকারি, মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী, ইসরাইল গত ২ মার্চ থেকে গাজার সব প্রবেশপথ বন্ধ রেখেছে। যার ফলে গাজায় চলমান মানবিক সংকট রূপ নিয়েছে ভয়াবহ অবস্থায়।

/এআই

Exit mobile version