Site icon Jamuna Television

পিএসএল খেলার এনওসি পেলেন মিরাজ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ সোমবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

২২ থেকে ২৫ মে পর্যন্ত সময়ের জন্য মিরাজকে পিএসএলে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে। তিনি লাহোর কালান্দার্স দলের হয়ে মাঠে নামবেন।

এনওসি পাওয়ার সুবাদে দ্বিতীয়বারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন মিরাজ। এর আগে, ২০১৭ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ এসেছিল মিরাজের সামনে। যদিও সেবার ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ম্যাচ খেলার সুযোগ হয়নি।

জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার বিকল্প হিসেবে মিরাজকে নিতে আগ্রহী লাহোর কালান্দার্স। কেননা, ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে খুব শীঘ্রই পিএসএল ছেড়ে যাবেন তিনি।

লাহোর কালান্দার্সের এলিমিনেটর ম্যাচ ২২ মে, জয় পেলে দ্বিতীয় কোয়ালিফায়ার ২৩ মে, আর ফাইনাল ২৫ মে। ফলে প্লে-অফের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচেই মিরাজকে পাচ্ছে দলটি।

উল্লেখ্য, লাহোর কালান্দার্সের হয়ে আগেই মাঠে নেমেছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে বর্তমানে তিনি জাতীয় দলের সঙ্গে থাকায় আর পিএসএলে অংশ নিচ্ছেন না। এখন দলে আছেন আরেক বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

/এএম

Exit mobile version