Site icon Jamuna Television

ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, দেশটির সেনাবাহিনী গাজা উপত্যকার সম্পূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেবে।

টেলিগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, ‘লড়াই তীব্র হচ্ছে, আমরা সামনে অগ্রসর হচ্ছি। খুব তাড়াতাড়ি পুরো গাজা আমাদের নিয়ন্ত্রণে আসবে।’

এদিকে, দক্ষিণ গাজার খান ইউনিস শহর ও সংলগ্ন এলাকার বাসিন্দাদেরকে ইসরায়েলি সেনাবাহিনী হামলা আগে তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ইসরায়েলকে অবরোধ শিথিল করতে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই প্রায় ৮০ দিন ধরে চলা কঠোর অবরোধের পর গাজায় বসবাসরত ২৪ লাখ মানুষের জন্য কেবল ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল।

এদিকে, ইসরায়েলের চরমপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির মানবিক সহায়তা বিরোধী অবস্থান নিয়ে বলেছেন, ‘আমাদের জিম্মিরা কোনো সাহায্য পাচ্ছে না।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৮ মার্চ থেকে চলা অভিযানে ৩,১৯৩ জন নিহত হয়েছে, যুদ্ধে মোট মৃত্যু ৫৩,৩৩৯ ছাড়িয়েছে।

/এআই

Exit mobile version